করোনাভাইরাসে আক্রান্তের সব আলামত থাকলেও হাসপাতাল থেকে ফেরত দেয়া হলো রোগীকে

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হতে আসা এক যুবককে ফেরত দেয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। ওই যুবকের বয়স ২০ বছর। যশোর জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির স্টোর হেলপার পদে চাকরি করেন তিনি। তার বাড়ি যশোর শহরতলীর ধর্মতলায়। গতকাল বিকেল ৫টার দিকে সিভিল সার্জন অফিসে গিয়ে জানান, তিনি প্রচণ্ড জ্বর, গলায় ব্যথা, শ্বাসকষ্ট, হাঁচি, কাঁশিতে আক্রান্ত। করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে নিয়ে সিভিল সার্জন অফিসে গিয়ে যুবকটি আরও বলেন, তিনি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হবেন। স্যার তাকে অফিস থেকে পাঠিয়ে দিয়েছেন। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন। তাৎক্ষণিকভাবে ওই যুবক যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে যান। কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তাকে বাড়িতে যেতে বলা হয়। পরে হাসপাতালে এসে বহির্বিভাগে ডাক্তার দেখাতে বলেন। সংশ্লিষ্ট চিকিৎসক দেখে ব্যবস্থা নেবেন বলে জরুরি বিভাগের চিকিৎসক জানিয়ে দেন। তখন ওই যুবক দ্রুত বাড়িতে চলে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা, তারেক আহমেদ শামস্ জানান, রোগীর ভিড়ে বিষয়টি মনে পড়ছে না। তাছাড়া জরুরি বিভাগে চিকিৎসা দেয়া অত্যন্ত ডিফিক্যাল্ট। জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার মো. সোহরাব হোসেন জানান, ছেলেটা বিমানবন্দর, আরবপুর মোড়, ধর্মতলাসহ নানা জায়গায় এলোমেলো ঘুরে বেড়ায়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার যেসব নমুনা সবটাই তার শরীরে আছে। এ কারণে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেন। তবে হাসপাতাল থেকে তাকে ফেরত দেয়া হয়েছে।