লকডাউন নয় সাদুল্লাপুর, ডিসি বললেন ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

0

লোকসমাজ ডেস্ক॥ বিয়ের আমন্ত্রণে উপস্থিত দুই আমেরিকা প্রবাসী করোনাভাইরাস টেস্টে পজেটিভ শনাক্ত হয়েছেন দাবি করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা জেলা প্রশাসক জানিয়েছেন, সাদুল্লাপুর লকডাউন নয়। ঘটনাটি আসলে ভুল বোঝাবুঝি।
জেলা প্রশাসক আবদুল মতিন সাংবাদিকদের জানান, দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নয়। লকডাউন নিয়ে করোনা প্রতিরোধ কমিটি এবং ইউএনও’র সাক্ষরিত যে চিঠি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক আরও বলেন, সবকিছুই স্বাভাবিক আছে। এখন পর্যন্ত সাদুল্লাপুরে কেউ করোনা আক্রান্ত শনাক্ত হয়নি । বিয়ে বাড়িতে আসা দুই প্রবাসী অসুস্থবোধ করায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইসঙ্গে হবিল্লাপুরের আত্মীয়ের বাড়ির সদস্যদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার (২২ মার্চ) দুপুরে ওই উপজেলাকে লকডাউনের ঘোষণা দেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ। ইউএনও’র এক চিঠিতে বলা হয়, ‘গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় উপস্থিত ছিলেন। তারা দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরবর্তী সময়ে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অংসখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। এতে সাদুল্লাপুরে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ফলে ওই এলাকার মানুষদের সুরক্ষার জন্য করোনা প্রতিরোধ কমিটি সাদুল্লাপুর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।’