করোনায় ইতালিতে মৃত ৩৬৬, ফ্রান্সে ১৯

0

লোকসমাজ ডেস্ক ॥ করোনা ভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই। এতে আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা একদিনে ১৩৩ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৬৬। ফ্রান্সে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন মারা গেছেন। এসব তথ্য সরকারি। ফ্রান্সের সিভিল প্রটেকশন এজেন্সির তথ্যমতে, সেখানে এর আগে আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৮৩। এই সংখ্যা শতকরা ২৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। এখন ইতালিতে আক্রান্তের সংখ্যা ৭৩৭৫। লক ডাউন সহ স্কুল, কলেজ বন্ধ করে দেয়ার পরও আক্রান্তের সংখ্যা সেখানে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বাস্তবে আক্রান্তের এ সংখ্যা কত তা কেউ বলতে পারছেন না।
ওদিকে ফ্রান্সে তিনজন সংসদ সদস্যসহ আক্রান্ত হয়েছেন ১১২৬ জন। এর ম?ধ্যে গুরুতর অসুস্থ ৩৩৬ জন। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনলাইন বিবিসি সহ ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন মহিলা সংসদ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। আরো ৬ জনকে পরীক্ষা করার জন্য নেয়া হয়েছে। এর মধ্যে ৫ জন সংসদ সদস্য এবং একজন কর্মচারী রয়েছেন। বৃহস্পতিবার হাউট-রিন অঞ্চলের সংসদ সদস্য জ্যাঁ-লুক রিটজার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। রিফ্রেশমেন্ট বারের ইনচার্জ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ গৃহেই বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এ ছাড়া ইউনে?স্কো সদর দপ্ত?রে মার্চ মা?সের সকল অনুষ্ঠান স্থ?গিত করা হ?য়ে?ছে। শুধু তাই নয়, ইউনে?স্কোর সকল সদস্য দেশ নি?য়ে বাৎস?রিক সভাও স্থ?গিত করা হ?য়ে?ছে। গতকাল থে?কে সকল মেট্রোতেও ভাইরাস সম্প?র্কে সতর্কতা অবলম্ব?নে বিশেষ ঘোষণা দেয়া হয়েছে। বর্তমা?নে ২য় ধা?পের চিকিৎসা ও প্রশাসনিক ব্যবস্থা চল?ছে। ত?বে যেকোনো সময় ৩য় ধা?পের ঘোষণা আস?তে পা?রে বলে ধারণা করা হচ্ছে। যদিও জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, এরপরে শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়। প্রতি চারজনের মধ্যে অন্তত একজনের অবস্থা মারাত্মক পর্যায়ে যায় বলে মনে করা হয়। আক্রান্ত রোগীদের মধ্যে হালকা ঠাণ্ডা লাগা থেকে শুরু করে মৃত্যুর সব উপসর্গ দেখা দিতে পারে। ইউনিভার্সিটি অব এডিনবরার অধ্যাপক মার্ক উলহাউজ বলেছেন, যখন আমরা করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে দেখতে পাই, বোঝার চেষ্টা করি লক্ষণগুলো কতটা মারাত্মক। এটা ঠাণ্ডা লাগার লক্ষণগুলোর চেয়ে একটু বেশি, সেটা উদ্বেগজনক হলেও, সার্সের মতো ততোটা মারাত্মক নয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেককে সার্স ভাইরাসের কথা মনে করিয়ে দিয়েছে, যা ২০০০ সালের শুরুতে প্রধানত এশিয়ার অনেক দেশে ৭৭৪ জনের মৃত্যুর কারণ হয়েছিলো। বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির কথা ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেমনটি তারা করেছিল সোয়াইন ফ্লু এবং ইবোলার সময়।