মোদির ঢাকা সফরে গুরুত্ব পাবে আঞ্চলিক সংযোগ

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে মুজিববর্ষ। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার সফরকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, মোদির সফরে বাংলাদেশ-ভারত যৌথভাবে নতুন আঞ্চলিক সংযোগ চালু করতে পারে। যার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের সংযোগ আরো জোরদার হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যাশা করা হচ্ছে, বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সংযোগ বৃদ্ধিতে জলপথের নাব্যতা বৃদ্ধি বিষয়ক একটি প্রকল্প চালু করতে পারে নয়া দিল্লি ও ঢাকা। এছাড়া, বাংলাদেশের বন্দরগুলোর ব্যবস্থাপনার উন্নতি নিয়েও যৌথ প্রকল্প চালু করতে পারে দুই পক্ষ। এর ফলে বঙ্গোপসাগর ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের মধ্যে সংযোগ উন্নত হবে।
কর্মকর্তারা জানান, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জনগণের জন্য বাংলাদেশ থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি কেনার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এজন্য চট্টগ্রাম বন্দর থেকে বিশেষ ট্রাকে করে ত্রিপুরায় যাবে এলপিজি।
ফলস্বরূপ ভারতের জন্য উত্তর-পূর্বাঞ্চলে এলপিজি পৌঁছানোর খরচ কমবে ও বাংলাদেশেরও আয় হবে।
গত জানুয়ারিতে ভারতে আয়োজিত এক বৈঠকে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে মোটর গাড়ি চলাচল বিষয়ক একটি চুক্তি নিয়ে আলোচনা করে ভারত, বাংলাদেশ, ভূটান ও নেপাল (বিবিআইএন)। বৈঠকটিতে ভূটানকে ছাড়াই উদ্যোগটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।
চলতি বছরের শুরুতে বঙ্গোপসাগর অঞ্চলের সংযুক্তি উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও শিলিগুড়ির সঙ্গে সড়কপথে সরাসরি সংযোগ তৈরির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়কপথে যোগাযোগ থাকলেও তা সরাসরি ছিল না। যাত্রীদের সীমান্তে গিয়ে বাস পাল্টাতে হতো। নতুন উদ্যোগের অংশ হিসেবে তেমনটা করতে হয় না।