চৌগাছায় রাস্তা সংস্কার কাজে নানা অনিয়মের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় রাস্তা সংস্কারে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। সংস্কার কাজে অনিয়মে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সূত্র জানায়, চৌগাছার পারবাজর থেকে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমানা পর্যন্ত সড়কের সংস্কার কাজ চলছে। প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে তিনধাপে এই সংস্কার কাজ চলবে। কিন্তু সংস্কার কাজে ঠিকাদাররা অনিয়ম করে চলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। ফলে কিছুদিন যেতে না যেতেই সড়কটিতে আবার একই পরিস্থিতির সৃষ্টি হবে। এ কাজে ভালমানের ইট ব্যবহারের কথা থাকলেও তা মানা হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, সড়কের জিয়লগাড়ি নামক স্থান থেকে নওদাগাঁ পর্যন্ত তিনধাপে রাস্তা সংস্কারের কাজ চলছে। কিন্তু রাস্তার পিচ না তুলেই উপরে ইটের খোয়া দিয়ে রোলার করা হয়েছে। ইটের খোয়ার সাথে ময়লা-অবর্জনাসহ বিভিন্ন ধরনের পলিথিন দেখা গেছে। অভিযোগ আছে, সড়কে ইটের খোয়া দেয়ার পর রোলারে যে পরিমাণ পানি দেয়া প্রয়োজন তা দেয়া হচ্ছে না।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে এই কাজ পায়। পরবর্র্তীতে চৌগাছার আসিফ এন্টারপ্রাইজের মালিক মঈনুল হাসান বাচ্চু, ঠান্ডু ও লোকমান হোসেন নামে তিন ব্যক্তি রাস্তা সংস্কারের কাজটি করছেন।
এ বিষয়ে ঠিকাদার মঈনুল হাসান বাচ্চুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ’কাজে কোনো অনিয়ম হচ্ছে না। সিডিউল মেনেই কাজ করা হচ্ছে’।
উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, ’আমার অফিসের সহকারীরা সার্বক্ষণিক কাজ তদারকি করছেন। জানা মতে সেখানে কোন অনিয়ম হচ্ছে না। তবে কাজে যদি কোন ধরনের অনিয়ম হয় তাহলে সংস্কার কাজ বন্ধ করে দেয়া হবে’।