পিচ সবুজ বা ফ্ল্যাট যাই হোক, তাকে খেলাও : কোহলিকে গম্ভীর

0

লোকসমাজ ডেস্ক ॥ নিউজিল্যান্ড সফরে টেস্টের মতো কঠিন ফরমেটে এসে বাস্তবতা টের পাচ্ছে ভারত। বিরূপ কন্ডিশনে টেস্টের এক নম্বর দলটি রীতিমত খাবি খাচ্ছে। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে একটুর জন্য ইনিংস পরাজয় এড়াতে পারলেও ১০ উইকেটে হারের লজ্জা নিয়েই শেষ করেছে বিরাট কোহলির দল। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু শনিবার। যে টেস্টে হারলে তো হোয়াইটওয়াশ, ড্র করলেও সিরিজ হেরে যাবে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে সবার ওপরে দলটির জন্য যেটি হবে বড় ধাক্কা। এমন এক ম্যাচে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে একাদশ বদলের পরামর্শ দিলেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। তার মতে, ভারতের উচিত একাদশে একজন বোলার বাড়ানো। পিচ বাউন্সি কিংবা ফ্ল্যাট যাই হোক, ভারতের একজন বোলার বাড়াতে হবে এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হানুমা বিহারির জায়গায় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাই হতে পারেন সেরা পছন্দ, বলছেন গম্ভীর।
‘টাইমস অব ইন্ডিয়া’য় লেখা এক কলামে গম্ভীর বলেছেন, ‘ম্যাচের দিক থেকে চিন্তা করলে আমি মনে করি কোহলির পাঁচ বোলার খেলানো উচিত। তার উচিত হানুমা বিহারির জায়গায় রবীন্দ্র জাদেজাকে আনা, সেটা পিচ ফ্ল্যাট বা সবুজ যেমনই হোক না কেন।’ জাদেজাকে দলে ফেরালে যে শুধু বোলিং বিভাগের শক্তিই বাড়বে, এমন নয়। ২০১৭ সালের পর থেকে টেস্টে ৩৩ ইনিংসে ৯৯৬ রান করেছেন জাদেজা, গড় ৪৯.৮০। একজন ব্যাটসম্যান হিসেবেও তো দলে জায়গা পাওয়ার দাবি রাখেন এই অলরাউন্ডার! এদিকে প্রথম টেস্টে জোড়া ব্যর্থতার পর (১৬ ও ১৪ রান) তরুণ ওপেনার পৃথ্বি শ’কে বাদ দেয়ার দাবি তুলেছেন অনেকে। যদিও এমন মতের বিপক্ষে গম্ভীর। ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, প্রতিভাবান পৃথ্বিকে আরও সুযোগ দেয়া উচিত। গম্ভীর বলেন, ‘অনেকেই পৃথ্বি শ আর তার ব্যাটিং স্টাইল নিয়ে বলছেন। আমাদের এই ছেলেটার প্রতিভার প্রতি আস্থা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। সে ভারতীয় দলকে দীর্ঘদিন সেবা দিতে পারে। দ্বিধা দূর করে সমালোচকদের মুখ বন্ধ করতে দলকে ভালো খেলতে হবে।’