কেশবপুরে নৈশ প্রহরীকে বেধে দোকানে ডাকাতি

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুর উপজেলার ট্রাক টার্মিনাল এলাকায় রোববার রাতে দুই নৈশ প্রহরীকে বেঁধে একটি মেশিনারি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাত দল দোকানের তালা ভেঙ্গে ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক রায়হান সরদার। নৈশ প্রহরী শিবুপদ ঘোষ সাংবাদিকদের জানান, ভোর আনুমানিক রাত ৪ টার দিকে ট্রাকে করে আসা ৮/১০ জন মুখোশ পরা যুবক ট্রাক টার্মিনাল এলাকায় নামে। এসময় সেখানে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন শিবুপদ ঘোষ ও কালু শেখ। তারা ওই যুবকদের কিছু জিজ্ঞাসা করার আগেই নৈশ প্রহরীদের আক্রান্ত করে হাত ও পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। পরে ওই দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ট্রাকে তুলে চুকনগরের দিকে যায়। দোকান মালিক রায়হান সরদার জানান, দুর্বৃত্তরা দোকান ঘরের শাটারের তালা ভেঙে নগদ ৩২ হাজার টাকা, ৫ লাখ টাকা মূল্যের ২২ সেট ব্যাটারি, ২ লাখ টাকা মূল্যের ২৫টি বৈদ্যুতিক মোটর ও একটি লোহার সিন্ধুকসহ ৮ লাখ ৩২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) ওহিদুজ্জামান বলেন, ওই দোকানের মালামাল নিয়ে যাওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রহস্য উদঘাটনে ট্রাক টার্মিনাল এলাকার নৈশ প্রহরী শিবুপদ ঘোষ ও কালু শেখকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।