বাগেরহাটে চেতনানাশকে একই পরিবারের ৫ জন অসুস্থ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের চিতলমারীতে দুর্বৃত্তদের চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা কৌশলে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, সেলাই মেশিনসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। রবিবার রাতে উপজেলার খড়মখালি গ্রামে বাবু মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থদের জ্ঞান ফেরেনি।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, সোমবার সকাল ৮ টার দিকে ওই বাড়ির লোকজন ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং ওই পরিবারের বাবু মণ্ডল (৪৫), সোনালী মণ্ডল (৩০), রিপন মণ্ডল (২৫), চন্দ্রা মণ্ডল (২০), বাপ্পী মণ্ডল (৯) অজ্ঞান অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। এ সময় তারা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, খড়মখালি গ্রামের একই পরিবারের ৫ সদস্যকে সকাল সাড়ে ৮ টার দিকে হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভর্তি করে প্রতিবেশীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে খাবারের সাথে চেতনানাশক মেশানো খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা শংকা মুক্ত বলে জানিয়েছেন ওই চিকিৎসক। চিতলমারী থানার ওসি মো. মীর শরিফুল হক জনান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।