পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের নামে প্রতারণা, গ্রেফতার ৩

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে দুই আইনজীবী ও পাত্রসহ আটজনের নামে মামলা করেছেন ভুক্তভোগীর মা। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। মামলার বিবরণে জানা যায়,উপজেলার কাওয়ালী গ্রামের মফিজুল সরদারের ছেলে রেজার (১৬) পার্শ্ববর্তী কালুয়া গ্রামের রফিকুল মোল¬ার বাড়িতে আসা যাওয়া ছিল। এই সুযোগে ১ আগস্ট রফিকুল মোল¬ার ১৬ বছরের প্রতিবন্ধী মেয়েকে অপহরণ করে নিয়ে। কয়েকদিন বহু খোঁজাখুঁজি’র পরও তার সন্ধান পায়ন্।ি এর মধ্যে হঠাৎ সন্ধান পায় তার মেয়ে মফিজুুলের বাড়িতে রয়েছে। মেয়েকে পেয়ে বাড়ি নিয়ে যেতে চায় মা। কিন্তু তারা তার মায়ের কাছে মেয়েকে না দিয়ে তাকে মারধর করে তাড়িয়ে দেয়। পরের দিন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মফিজুলের বাড়িতে গেলে তারা বলে মেয়েটির সাথে রেজার বিয়ে হয়েছে। সে তার বৈধ স্ত্রী। প্রমাণ দেখতে চাইলে তারা আইনজীবীদের মাধ্যমে করা এফিডেভিটের বিয়ের কাগজ দেখায়। যেখানে মফিজুল সরদারের ছেলে রেজার পরিচয় গোপন রেখে বড় ছেলে মিল্টন সরদার (২৮) এর নাম,ঠিকানা ও ছবি ব্যবহার করা হয়েছে। যার আইনজীবী ছিলেন পাইকগাছা আইনজীবি সমিতির সমীর কুমার বিশ্বাস ও খুলনা আইনজীবি সমিতির সদস্য শাহানারা পারভীন। এ ঘটনায় পাইকগাছা থানায় গত শনিবার দুুই আইনজীবী সমীর কুমার বিশ্বাস ও শাহনারা পারভীনসহ মফিজুল সরদার (৬০),তার ছেলে রেজা সরদার (১৬),মিল্টন সরদার( ২৮),নান্নুু সরদার (২৪), অজ্ঞাত পরিচয়ের আবিদ ও সাব্বির এর নামে মেয়ের মা রোজিনা খাতুন মামলা করেছেন। পুলিশ রেজা,নান্নু ও পিতা মফিজুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। প্রতিবন্ধী ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।