মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে ঝিকরগাছা প্রেস কাবে সংবাদ সম্মেলন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে যশোরের ঝিকরগাছা প্রেস কাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলার দোস্তপুর গ্রামের মানুষ। রবিবার সকালে গ্রামবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সামাদ। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী মুর্শিদা বেগম (৩০) ও দোস্তপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী রেহেনা খাতুন গ্রামের মানুষের নামে ঝিকরগাছা থানায় দুটি মিথ্যা মামলা করেন। মামলায় মির্জাপুর ও দোস্তপুর গ্রামের নিরীহ ১৯ জনকে অভিযুক্ত দেখিয়ে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। সংবাদ সম্মেলনে মামলার ঘটনাস্থল ঝিকরগাছা বাজারে নুরুল আমীন দুদু সাহেবের বাড়ির সিসি ক্যামেরায় দেখে অভিযুক্তদের শনাক্ত করার দাবি করা হয়। এরপর ফের চার্জশিট তৈরি করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিকরগাছা থানার এসআই শিকদার রকিব উদ্দিনের কাছে অনুৃরোধ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উল্লিখিত মামলার আসামি স্কুল শিক্ষক আব্দুল ওহাব, আবুল কাশেম, জাহিদ হাসান, শফিকুল ইসলাম, হাসিবুর রহমান সুমন, কামাল হোসেন, মোহাম্মদ রনি, রাসেল হোসেন, সোহান হোসেন, রুবেল হোসেন ও ইউনিয়ন পরিষদের সদস্য তবিবর রহমান উজ্জল প্রমুখ। উল্লিখিত বাদীদ্বয়ের পরিবারের লোকজনের অত্যাচার নির্যাতনে ইতঃপূর্বে গ্রামের ৪টি পরিবার এখনও বাড়ি ছাড়া রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে গ্রামবাসী জানিয়েছেন।