স্বর্ণের দাম আরো ১.৫% বেড়েছে

0

লোকসমাজ ডেস্ক॥ সম্প্রতি স্বর্ণের দাম বেড়ে সাত বছরের বেশি সময়ের সর্বোচ্চে উন্নীত হয়। এর পরও থেমে নেই মূল্যবান ধাতুটির বাজার দর। দাম বাড়ার এ ধারাবাহিকতায় সর্বশেষ শুক্রবার আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম আগের দিনের তুলনায় আরো ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৬ ডলার ৮৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেশি। চলতি সপ্তাহের শুরু থেকে এদিন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম আগের সপ্তাহের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। গত বছরের জুনের পর এটাই স্বর্ণের সবচেয়ে চাঙ্গা সপ্তাহ।
চীনের গণ্ডি পেরিয়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির প্রকোপে বৈশ্বিক অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ার আশঙ্কা জোরদার হয়েছে। এ পরিস্থিতি বিনিয়োগকারীদের স্বর্ণের বাজারের প্রতি আকৃষ্ট করছে। আপত্কালীন বিনিয়োগে স্বর্ণ বরাবরই বিনিয়োগকারীদের শীর্ষ পছন্দ। ফলে সেফ হ্যাভেন খ্যাত মূল্যবান ধাতুটির চাহিদা ক্রমেই বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম।
এর আগে ১৩ ফেব্রুয়ারি স্বর্ণের দাম রেকর্ড বেড়ে যায়। ওই দিনের অধিবেশনের এক পর্যায়ে ধাতুটির দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৬৪৮ ডলার ৭৫ সেন্টে উন্নীত হয়, যা এ যাবত্কালে পণ্যটির সর্বোচ্চ দাম। এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি কার্যদিবস শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৬১০ ডলার ৭০ সেন্টে। ২০১৩ সালের পর এটাই আন্তর্জাতিক বাজারে ধাতুটির সর্বোচ্চ দাম। স্বর্ণের বাজারের এ অস্থিরতা সহসাই কাটার কোনো সম্ভাবনা দেখছেন না খাতসংশ্লিষ্টরা।