বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান করেছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। মঙ্গলবার বিকেলে রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের খানজাহান আলী বিমানবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের তিনি এই চেক প্রদান করেন। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি ৩২টি চেকের মাধ্যমে ১ কোটি ৬ লাখ টাকার প্রদান করেন ক্ষতিগ্রস্থ জমির মালিকদের। এরপর বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের দাবিসমূহের সেবা অনলাইনের মাধ্যমে প্রদানের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।