সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী রুবেলের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

0

সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. রুবেল-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। রবিবার রাতে ঢাকার জিরানি বাজার এলাকায় ট্রাক চাপায় তিনি ইন্তিকাল করেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিশ^বিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকার সাভারের আশুলিয়ায় এলাকায়। তাঁর অকাল মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক শোক বাণীতে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রথম ব্যাচের একটি কোর্স নেওয়ার সুবাদে আমি তাঁর সরাসরি শিক্ষক ছিলাম। শ্রেণিকক্ষে ছেলেটি অত্যন্ত প্রাণবন্ত ছিল। আমি রুবেলের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পিতা-মাতা, পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ বিজ্ঞপ্তি