দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি স্বর্ণের দাম

0

লোকসমাজ ডেস্ক॥ নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বিরাজ করছে। এতে অন্যান্য পণ্যের বাজারে ধস নামলেও ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজার। এ ধারাবাহিকতায় গতকাল সোমবার স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে। খবর রয়টার্স।
যুক্তরাজ্যের বাজারে গতকাল সোমবার ক্রয়-বিক্রয়ের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের স্পট মূল্য বেড়ে ১ হাজার ৫৮২ ডলার ৮৩ সেন্টে উঠে যায়। এর আগে ৩ ফেব্রুয়ারি মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি দাম উঠেছিল ১ হাজার ৮৪ ডলার ৬৫ সেন্টে। এদিন ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ ডলার ৯০ সেন্ট।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সিএমসির প্রধান বাজার কৌশলবিদ মাইকেল ম্যাকারথি জানান, নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ পরিস্থিতিতে ঠিক কবে নাগাদ ভাইরাসটি নিয়ন্ত্রণে আসবে, তা এখনো অনিশ্চিত। এদিকে ভাইরাসটির প্রকোপে বৈশ্বিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনো সুস্পষ্ট নয়। তবু স্বর্ণের বাজার দৃঢ় অবস্থানে রয়েছে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ইউবিএসের এক নোটে জানানো হয়, চীন বিশ্বের শীর্ষ স্বর্ণ ভোক্তা দেশ। ফলে নভেল করোনাভাইরাসের প্রভাবে দেশটিতে স্বর্ণের চাহিদা কমলে পণ্যটির বৈশ্বিক চাহিদাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এর প্রভাব অনুমানের জন্য এটা একেবারেই প্রাথমিক পর্যায়।
গতকাল যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। এদিন প্যালাডিয়ামের আউন্স আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৪৪৫ ডলার ৭১ সেন্টে ক্রয়-বিক্রয় হয়েছে। রুপা ও প্লাটিনামের আউন্স দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ ডলার ৮২ সেন্ট ও ৯৬৮ ডলার ৯৫ সেন্ট। আগের দিনের তুলনায় উভয় ধাতুর দাম বেড়েছে যথাক্রমে দশমিক ৫ ও দশমিক ৬ শতাংশ।