যশোরে যুবককে ছুরিকাঘাতের ১৫ দিন পর মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সীতারামপুরে রাব্বি হোসেন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করার ১৫ দিন পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এরা হলেন সীতারামপুর নারিকেলবাগান এলাকার গোলাম মোস্তফার ছেলে পরান (২০), নিশিকান্তের ছেলে প্রসেনজিৎ ওরফে প্রো (২১) এবং মৃত আলী আহমেদের ছেলে উজ্জ্বল (৩০)।
রাব্বির পিতা মুড়লী হাজি মহসীন স্কুলপাড়ার আশরাফ মোল্লা কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন, তার ছেলে গাড়ির মিস্ত্রি। গত ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে সীতারামপুর নারিকেলবাগান এলাকা থেকে সে বাড়ি আসছিল। নারিকেলবাগান মোড়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ভৈরব নদের পাশে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পর তার কাছ থেকে আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে কোতয়ালি থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি গত শুক্রবার রাতে মামলা হিসেবে রেকর্ড করে।