বার্সা কোচের কাছে ফলাফল ছাড়া সব ঠিকই ছিল

0

লোকসমাজ ডেস্ক ॥ বার্সেলোনার ঘরে অশান্তি। মাঠের ফলাফল দিয়ে যে শান্তি ফেরাবে, সেটাও হচ্ছে না। বরং কোপা দেল রে থেকে ছিটকে গিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে শেষ মুহূর্তের গোলে বিদায় নিয়েছে প্রতিযোগিতাটি থেকে। গোলের সুযোগ কিংবা পারফরম্যান্সে বার্সেলোনাই এগিয়ে ছিল। সেকারণেই কোচ কিকে সেতিয়েনের আফসোস শুধু ফলাফল নিয়ে। কোপা দেল রের নতুন নিয়মে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এক লেগের ম্যাচ। নকআউট পদ্ধতির এই লড়াইয়ে বার্সেলোনা আতিথ্য নিয়েছিল বিলবাওয়ের মাঠে। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর গোলশূন্য ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই বার্সেলোনা ভক্তদের হৃদয়ে ছুরি চালিয়ে দেন ইনাকি উইলিয়ামস। তার ইনজুরি টাইমের গোলে সেমিফাইনালে পৌঁছে যায় বিলবাও, বিপরীতে হারের বেদনায় নীল মেসিরা।
অথচ ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার আগেই গোল পেয়ে যেতে পারতো বার্সেলোনা। একবার আঁতোয়ান গ্রিজমান মিস করেছেন সহজ সুযোগ। আর মেসি নিজে কিভাবে ওই সুযোগটি নষ্ট করলেন, সেটিই সম্ভবত ভাবছেন এখন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বার্সেলোনার নতুন কোচ সেতিয়েন বলেছেন, ‘ফলাফল ছাড়া সবকিছু ঠিকই ছিল। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার হতাশা থাকা স্বাভাবিক। তবে এগিয়ে চলার পথে আমাদের কোথায় উন্নতি প্রয়োজন, সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। এই ম্যাচ থেকে আমি অনেক কিছু নিয়েছি, শুধু ফলাফল ছাড়া।’ হারের ধাক্কার আগে চোট পেয়ে ৮০ মিনিটে মাঠ ছাড়তে হয় জেরার্দ পিকেকে। স্প্যানিশ ডিফেন্ডারের চোট নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নয় বার্সেলোনা কোচ, ‘ওর (পিকে) একটু জ্বর ছিল, শরীরও কিছুটা দুর্বল ছিল। আমার মনে হয় কাজের ভার একটু বেশি হয়ে গেছে। আমার মনে হয় না মারাত্মক কিছু হয়েছে।’