ঝিকরগাছায় নিখোঁজ আতঙ্ক খোঁজ নেই তিন জনের

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ সম্প্রতি যশোরের ঝিকরগাছা থেকে একজন মাদ্রাসা ছাত্রসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, ঝিকরগাছা সদর ইউপির কাশিপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ওই গ্রামের মোলাম হোসেনের ছেলে রাব্বি হোসেন (১০), নাভরণ ইউনিয়নের বাঁয়সা গ্রামের লুৎফর রহমানের ছেলে বাক প্রতিবন্ধী তুষার হোসেন (২২) ও মাগুরা ইউপির কায়েমকোলা (পূর্বপাড়া) গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ওষুধ ব্যবসায়ী আল-মামুন (৪০)। নিখোঁজের ঘটনায় এসব পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি কাশিপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রাব্বি হোসেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। প্রতিদিনের মত বিকাল ৪টার দিকে তার পিতা মোলাম হোসেন ছেলের খোঁজখবর নিতে গেলে ঘটনা জানাজানি হয়। ওইদিন থেকে তার ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তার পিতা মোলাম হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় জিডি করেছেন। এছাড়া গত ২৮ জানুয়ারি বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে খালা বাড়িতে বেড়াতে গিয়ে উপজেলার বাসা গ্রামের লুৎফর রহমানের ছেলে বাক প্রতিবন্ধী তুষার হোসেন নিখোঁজ হন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় জিডি করা হয়েছে। অপরদিকে গত সোমবার বিকালে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজারের ওষুধ ব্যবসায়ী ওই গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে আল-মামুন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তার বড় ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে একের পর এক ঝিকরগাছার বিভিন্ন এলাকা থেকে নিখোঁজের ঘটনা ঘটায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।