তিনদিনের কৃষিমেলা উদ্বোধন আশাশুনিতে

0

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ আশাশুনিতে ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, নির্বাচন অফিসার সাইফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল গনি প্রমুখ।