নদী দূষণমুক্ত রাখার দাবিতে কালীগঞ্জে গ্রিন ভয়েসের মানববন্ধন

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এবারের নদী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো দূষণমুক্ত নদী, সুস্থ জীবন। মানববন্ধনে গ্রিন ভয়েসের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক জাহাঙ্গীর আলম বলেন,বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ অন্তত ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪ হাজার ১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। । ভালো নেয় বাংলাদেশের নদীগুলো। নদীগুলোর তীরে গড়ে ওঠা বেশির ভাগ শিল্পকারখানা তাদের বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলছে। কারখানাগুলোতে বর্জ্য পরিশোধন যন্ত্র থাকলেও তার বেশির ভাগই চালানো হচ্ছে না। কৃষিকাজে ব্যবহৃত হওয়া মাত্রাতিরিক্ত সার ও কীটনাশকও সেচের পানির সঙ্গে ধুয়ে নদীতে পড়ছে। হাটবাজার, শহর ও বস্তি এলাকার গৃহস্থ বর্জ্য ফেলার সবচেয়ে বড় ভাগাড়ও এই নদী। কালীগঞ্জের চিত্রা নদীরও একই অবস্থা। তাই আজ নদী বাঁচাতে আমাদের যুব সমাজকেই উদ্যোগী হতে হবে।