করোনা ভাইরাসের প্রভাবে আইফোনের উৎপাদন কমছে?

0

লোকসমাজ ডেস্ক ॥ এ বছরের প্রথমার্ধে ১০ শতাংশ বেশি মোবাইল সেট উৎপাদনের পরিকল্পনা ছিল অ্যাপলের। কিন্তু চীনে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সেটি বিলম্বিত হতে পারে। নিক্কেই এশিয়ান রিভিউ রিপোর্ট অনুযায়ী অ্যাপল তার চীনভিত্তিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আট কোটি সেট তৈরি করতে বলেছিল যার মধ্যে সাড়ে ছয় কোটি আগের মডেলের আর দেড় কোটি সাশ্রয়ী মডেলের। ফেব্রুয়ারির মাঝামাঝি এর উৎপাদন শুরু হওয়ার কথা থাকলেও এই পরিস্থিতির কারণে তা পিছিয়ে যেতে পারে।
রয়টার্স জানায়, গত বছর অ্যাপলের শেয়ারের দর বেড়েছিল। পুরো বছরে আইফোন বিক্রি করে প্রতিষ্ঠানটি ১৪ হাজার ২০০ কোটি ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু গত সোমবার এর শেয়ারের মূল্য তিন শতাংশ কমে এখন তা ৩০৮ দশমিক ৯৫ ডলারে ঠেকেছে। গত অক্টোবরে নিক্কেই জানায়, অ্যাপল তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন আইফোন-১১ -এর ১০ শতাংশ উৎপাদন বাড়িয়ে ৮০ লাখ বেশি সেট তৈরির আদেশ দেয় তার উৎপাদক কারখানাগুলোকে। রয়টার্স অ্যাপলের কাছে মন্তব্য জানতে চাইলে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।