চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ চত্বরে পিঠা উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান। পিঠা উৎসবে সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ, দ্বাদশ শ্রেলি, বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, ইসলামের ইতিহাস, সংস্কৃতি বিভাগ ও দর্শন বিভাগ স্টল দেয়। স্টলগুলোতে শতাধিক রকমের পিঠা স্থান পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া পিঠা উৎসব পালন করে বাঙ্গালি সংস্কৃতি ধরে রাখতে এ উৎসব বড় ভূমিকা পালন করবে।