যশোরে ব্যাগ কেটে ২ লাখ টাকা চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে খ্রিস্টান সম্প্রদায়ের সুনীল রায় (৬২) নামে একজন পুরোহিতের ব্যাগ কেটে ২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে শহরের চিত্রা মোড় থেকে আর এন রোডে ডাচ-বাংলা ব্যাংকে যাবার সময় এ ঘটনা ঘটে। পুরোহিত সুনীল রায় শহরের খড়কি ধোপাপাড়ার বাসিন্দা। তিনি জানান, ডাচ-বাংলা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধ করার জন্য সোনালী ব্যাংক গরীব শাহ সড়ক শাখা থেকে বুধবার বেলা ১২ টার দিকে ২ লাখ টাকা উত্তোলন করেন। সাথে আরো ৬৯ হাজার টাকা ছিলো। এই ২ লাখ ৬৯ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের চিত্রা মোড়ের বুথে যান জমা দেয়ার জন্য। কিন্তু বুথ থেকে তাকে জানানো হয়, বুথে জমা দিলে অন্তত ৫টি স্লিপ কাটতে হবে। এতে তার সময় ক্ষেপণ হবে। ফলে সেখান থেকে পরামর্শ নিয়ে পায়ে হেঁটে তিনি ব্যাংকের আর এন রোড শাখায় যান টাকা জমা দিতে। কাঁধে ঝোলানো ছিলো টাকার ব্যাগ। কিন্তু সেখানে গিয়ে দেখেন ব্যাগের এক পাশে কাটা। ভেতরে এক হাজার টাকা নোটের দুটি বান্ডিল (২ লাখ টাকা) নেই। তার ধারনা, হেঁটে ব্যাংকে যাওয়ার সময় পথে কোতয়ালি থানার সামনে তিন যুবক এসে তাকে ধাক্কা দেয়। ওই যুবকদের কেউ সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা নিয়ে গেছে। কোতয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, সুনীল রায় নামে একজন পুরোহিত টাকা খোয়া যাওয়ার ব্যাপারে থানায় অভিযোগ করেছেন।