শরণখোলায় বিধবার বসতঘর দখল করেছে এক প্রভাবশালী

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় শাহিনুর বেগম (৪৫) নামের এক বিধবার বসত ঘর দখল করে নিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী। এ সময় তারা ওই বিধবার মেয়েকে শ্লীলতাহানি করে। শ্লীলতাহানির শিকার ওই মেয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন গ্রামে। এ ঘটনায় শাহিনুর বেগম শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । শাহিনুর বেগম জানান, তার কোন জমিজমা না থাকায় ১নম্বর খাস খতিয়ান থেকে প্রায় দুই বছর আগে সহকারী কমিশনার ভূমির দায়িত্বে থাকা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৫ শতক জমি স্থায়ী বন্দোবস্ত দেন। সেই থেকে সন্তানদের নিয়ে একটি কুঁড়েঘরে তিনি বসবাস করে আসছেন। কিন্তু ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী সুন্দরবনের হরিন শিকারিদের সহযোগী আয়নাল মাতুব্বরের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার সকালে আয়নালের নেতৃত্বে কান বয়াতী (৪০), শাহাদাত মাতুব্বর (৩৫), লিটন বয়াতী (২৫), মিজান হাওলাদার (৩৫) এবং আরো ৭/৮ জন তাদের ওপর হামলা চালিয়ে বসতঘরসহ জমি দখলে নেয়। এ সময় তার যুবতী মেয়েকে লাঞ্ছিত করা হয়।
জানতে চাইলে বসতঘর দখল নেয়া আয়নাল মাতুব্বর ও কান বয়াতি বলেন, শাহিনুরের ওই জমি আমরা কয়েক বছর আগে ইজারা নিয়েছিলাম। আমাদের জমিতে অন্যায়ভাবে থাকায় তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে মাত্র। সংশ্লিষ্ট ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম বলেন, ওই জমি বিধবা শাহিনুরের, আয়নাল মাতুব্বরের দাবি অযৌক্তিক। এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, উভয়পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।