ডিএসসিসি নির্বাচন: ৫ দিন পর প্রচারণায় নামছেন জাপার প্রার্থী

0

লোকসমাজ ডেস্ক ॥ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য দলের মেয়র-কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। অথচ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন এখন পর্যন্ত নির্বাচনি প্রচারণা শুরুই করেননি। তবে, শেষ পর্যন্ত ৫ দিন পর, মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে তিনি নির্বাচনি প্রচারণায় নামবেন। সাইফুদ্দিন মিলন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
জাপা সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দুই দিনের সফরে রংপুর ও লালমনিরহাটে যান। ওই সময় তার সফরসঙ্গী ছিলেন সাইফুদ্দিন মিলনও। এরপর রবিবার (১২ জানুয়ারি) তারা ঢাকায় ফিরে আসেন। এতদিন কেন নির্বাচনি প্রচারণা শুরু করেননি জানতে চাইলে সাইফুদ্দিন মিলন বলেন, ‘প্রতীক বরাদ্দের দিনই আমি রংপুর চলে গিয়েছিলাম। কয়েক দিন রংপুরে ছিলাম। গতকাল ঢাকায় এসেছি। এ কারণে প্রচারণা চালাতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘গতকাল রবিবার (১২ জানুয়ারি) ঢাকায় থাকলেও প্রচারণার লিফলেট তৈরি ছিল না। তাই প্রচারণায় নামতে পারেনি। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবো।’
গত ৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সকালে ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাইফুদ্দিন মিলন। কিন্তু ওই দিন আওয়ামী লীগের পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ সাইফুদ্দিন মিলন। বৈঠকে শেষে রাঙ্গা জানান, ‘সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। সিটি নির্বাচনে থাকছেন জাপা মেয়র প্রার্থী মিলন।’ জানতে চাইলে জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী বলেন, ‘ডিএসসিসি নির্বাচনে সাইফুদ্দিন আহমেদ মিলন মঙ্গলবার দুপুর ১২টায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।’
জাপা নেতারা বলছেন, ডিএসসিসি নির্বাচনে দলের মেয়র প্রার্থীর জয়ের কোনও সম্ভাবনা নেই। এই নির্বাচনে মেয়র পদে প্রতিযোগিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। আমরা আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যেতে চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের অনুরোধেই মেয়র পদে আমরা নির্বাচন করছি। মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণই আমাদের মূল উদ্দেশ্য। তবে, জয়ের ব্যাপারে তো সব দল আশাবাদী থাকে।’ নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এই নির্বাচন নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। যাদের প্রয়োজনে আমরা নির্বাচন করছি, তারাই প্রচারণার খরচ দেবে।’ এটি স্বাভাবিক ব্যাপার বলেও তিনি মন্তব্য করেন।