কলেজছাত্রী খুন: আটক তিন

0

সাতক্ষীরা প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগরের ধানক্ষেতে কলেজছাত্রী মরিয়ম খাতুনের (২১) লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদর জন্য তিন জনকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তারা হলো- শ্যামনগর উপজেলার কোচড়াহাটি গ্রামের পরিমল মন্ডলের ছেলে ওয়াল্ড ভিশনের কর্মী সুব্রত মন্ডল (২৩), পাড়াকোটলা গ্রামের হাজারী লাল জোয়ারদারের ছেলে গ্রাম ডাক্তার বিকাশ জোয়ার্দার (২৮) ও সোয়ালিয়া গ্রামের ভ্যানচালক শাহীন (২৫)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হুদা জানান, প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে কলেজছাত্রী মরিয়মকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। মেডিক্যাল রিপোর্ট পাওয়ারি পর বলা যাবে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা। ওসি জানান, বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে মরিয়ম বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরের দিন তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে বল্লভপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাধব চন্দ্র মন্ডলের ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে শুক্রবার রাতেই কারও নাম উল্লেখ না করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে যে সোয়ালিয়া গ্রামের ভ্যানচালক শাহীন হোসেন দেড় বছর আগে মরিয়মকে প্রায়ই উত্যক্ত করতো। একপর্যায়ে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জেল থেকে বের হওয়ার পর শাহীন এমন ঘটনা ঘটাতে পারে কিনা তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এছাড়াও একসঙ্গে পড়াশোনা করার সময় আগের সম্পর্কের জেরে সুব্রত মন্ডল ও তাদেরই আত্মীয় বিকাশ জোয়ার্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।