শৈলকুপায় ৪ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় চারটি ইটভাটার মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এই দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ, ষষ্টিবর ও পৌর এলাকায় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমোদন না থাকা, টিনের চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানোর অপরাধে ষষ্টিবর এলাকায় বর্ষা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌর এলাকার চুন্টি ব্রিকসকে ৫ লাখ ও বিএন্ডসিও ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ইটভাটা তিনটির ড্রাম চিমনিগুলো গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও গাড়াগঞ্জ চন্ডিপুর শিলা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসনাত জানান, পরিবেশ রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।