অনিন্দ্য ইসলাম অমিতের ওপর হামলার ঘটনায় চৌগাছা বিএনপির নিন্দা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ওপর পুলিশের হামলা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১১ ফের্রুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণভাবে যখন পদযাত্রা চলছিলো তখন কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য আমাদের প্রিয় নেতার ওপর হামলা চালায়, যা সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ হামলা চালিয়ে ক্ষ্যান্ত হয়নি, সরকারের নির্দেশে আবার মামলাও করেছে। অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তির দাবি করেন। বিবৃতিদাতারা হলেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারন সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।