ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুরে স্বপন হোসেন (৩৮) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বপন হোসেন মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি মান্দারবাড়িয়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। নিহতের চাচা ওয়াজেদ আলী জানান, স্বপন হোসেন রাত সাড়ে ৯ টার দিকে বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার ভাই মিল্টন হোসেন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বপন হোসেন নামের একজন নিহত হয়েছেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।