প্রবাসী নারীকর্মীদের ৫০ শতাংশই বিধবা বা স্বামীর সঙ্গে সম্পর্ক নেই

0

লোকসমাজ ডেস্ক ॥ বিদেশগামী নারী কর্মীদের ৫০ শতাংশের সামাজিক অবস্থা বিশ্লেষণ করে দেখা গেছে তাদের বিধবা, তালাকপ্রাপ্ত বা স্বামীর সঙ্গে সম্পর্ক নেই। রোববার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেন, বিদেশগামী নারী কর্মীদের সামাজিক অবস্থা বিশ্লেষণ করে দেখা যায় যে তাঁদের মধ্যে ৫০ শতাংশ বিধবা, তালাকপ্রাপ্ত বা স্বামীর সঙ্গে সম্পর্ক নেই। তাই নারী কর্মীদের অভিবাসনে অধিকতর সুরক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, গত বছর ১৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। আগের বছরের তুলনায় এটি ১৬ দশমিক দুই শতাংশ বেশি।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘আমাকে নিশ্চিত করতে হবে যে, আমার শ্রমিক ভাইয়েরা নির্ধারিত মূল্যে কীভাবে যেতে পারে। এটা হলো আমার প্রাইম টার্গেট। এই জায়গা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কিন্তু মার্কেট খুলতে রাজি না। এটা না হলে কিন্তু সব দায় আমার ওপর আসবে, আমার সরকারের ওপর আসবে। শ্রমিকদের ওপর যে অতিরিক্ত টাকার চাপ ফেলা হয়, এটা যদি আমি গ্রহণ করি তাহলে কিন্তু তাদের সঙ্গে বেইমানি করা হবে।’ স্বচ্ছতা নিশ্চিত করতেই মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে জানিয়ে ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস এ নিয়ে কাজ করছে। আগের মতো ৪ থেকে ৬ লাখ টাকা খরচ করে কর্মী সে দেশে যাবে আর জঙ্গলে লুকিয়ে বেড়াবে। ওই ধরনের কোনো চুক্তি করা হবে না। সরকার নির্ধারিত মূল্যেই কর্মীরা বিদেশ যাবে। নারীকর্মীদের নির্যাতনের বিষয়ে মন্ত্রী বলেন, নারী শ্রমিকদের নির্যাতনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত মাসে কিন্তু অভিযোগ কমে এসেছে। নারীরাও আগের মতো ফিরছে না। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে, জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে। বিএমইটির মহাপরিচালক শামসুল আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।