পোপের ব্যাটে মুখরক্ষা ইংল্যান্ডের

0

লোকসমাজ ডেস্ক ॥ টস জিতে খুব খুশি জো রুট। বলেই ফেললেন, ‘দেখে মনে হচ্ছে ব্যাটিং উইকেট। আশা করি সুযোগ কাজে লাগিয়ে ভালো রান করতে পারবো।’ কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকালে ইংল্যান্ড অধিনায়কের মন খারাপ হবেই। ৯ উইকেট হারিয়ে তার দলের রান ২৬২। দুটি দুঃসংবাদ নিয়ে ম্যাচটা শুরু করেছে ইংল্যান্ড। আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পাওয়া ওপেনার রোরি বার্নসের সিরিজ শেষ। কনুইয়ের চোটে পেসার জোফরা আর্চারও খেলতে পারবেন না। সেঞ্চুরিয়নে ব্যর্থ (১ ও ৯ রান) জনি বেয়ারস্টোকে বাদ দিয়ে একাদশে জ্যাক ক্রলি, ওলি পোপ আর ডমিনিক বেসকে রেখেছে সফরকারী দল। শেষ পর্যন্ত পোপের ব্যাটেই মুখরক্ষা হয়েছে ইংল্যান্ডের।
দিনের তৃতীয় ওভারে ক্রলিকে হারালেও রুট-সিবলি-ডেনলিদের ব্যাট প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু কেউই চল্লিশের ঘরে যেতে পারেনি। রুটের দায় সবচেয়ে বেশি, স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার দুই বল পরই কট বিহাইন্ড হয়েছেন। ইংল্যান্ড অধিনায়কের পর বেন স্টোকসকেও (৪৭) ফিরিয়েছেন আইনরিখ নর্কিয়া। তবে দাঁড়িয়ে গেছেন পঞ্চম টেস্ট খেলতে নামা পোপ। শেষ উইকেটে জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২৮ রানের জুটি গড়া এই ডানহাতি ব্যাটসম্যান ৫৬ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৬২/৯ (ক্রলি ৪, সিবলি ৩৪, ডেনলি ৩৮, রুট ৩৫, স্টোকস ৪৭, পোপ ৫৬*, বাটলার ২৯, কারেন ৯, বেস ০, ব্রড ১, অ্যান্ডারসন ৩*; প্রিটোরিয়াস ২/২৬, ফিল্যান্ডার ২/৪৬, নর্কিয়া ২/৫৪, রাবাদা ২/৬৩, মহারাজ ১/৬৮)