বিশ্বকাপে খেলতে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

0

লোকসমাজ ডেস্ক ॥অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে আজ সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছে বাংলাদেশ যুবদল। দক্ষিণ আফ্রিকায় ১৮ জানুয়ারি থেকে শুরু ১৬ দলের আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটু আগেই জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছেড়েছে তারা। বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে অবস্থান বাংলাদেশের। গ্রুপে প্রতিপক্ষ জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান। ১৮ জানুয়ারি উদ্বোধনী দিনেই বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। গত বছর আকবর আলীর নেতৃত্বে দারুণ একটি বছর কাটিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। তাই এবারের টুর্নামেন্টে তাদের কাছে প্রত্যাশা একটু বেশি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসেন , প্রান্তিক নওরোজ , মাহমুদুল হাসান , শাহাদাত হোসেইন, শামীম হোসেইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান , অভিষেক দাস, শরীফুল ইসলাম, শাহীন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ।