নাসিম এখন ‘বড়’, তাই ‘ছোটদের’ দলে নেই

0

লোকসমাজ ডেস্ক ॥ ১৬ বছর বয়সে পাকিস্তান টেস্ট দলে অভিষেক হয়েছে নাসিম শাহর। মাত্র তিনটি টেস্ট খেলেছেন, তাতেই গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন ক্রিকেট বিশ্বে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নিয়েছেন। জাতীয় দলেই যার এমন সাফল্য তাকে আবার যুবদলে খেলানো কেন? তাকে তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পাকিস্তান দল থেকে সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।তার বদলে নেওয়া হয়েছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
নাসিম থাকছেন না বলে পাকিস্তান যুবদলের শক্তি খর্ব হয়ে যায়নি। ওয়াসিম খান বলেছেন ঘোষিত দলটি অনেক অভিজ্ঞ, ‘তাই বলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। কারণ নির্বাচকেরা এমন দলই গড়েছে যারা অনেক অভিজ্ঞ এবং ভালো করার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী।’ তিনটি টেস্ট খেলা নাসিমের অভিষেক হয়েছে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডানহাতি এই পেসারকে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের জন্য। এই সময়ে তিনি বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে কাজ করবেন। নাসিমের বদলে জায়গা পাওয়া ওয়াসিম জুনিয়র তার মতো গত বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও খেলেছেন। খেলেছেন বয়সভিত্তিক দলটির দক্ষিণ আফ্রিকা সফরেও। দুই সফরেই ওয়াসিম জুনিয়র উইকেট নিয়েছেন তিনটি করে। শ্রীলঙ্কা সফরে গতির ঝড় তুলে নিয়েছেন ৭ উইকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন (২০০৪ ও ২০০৬) ও তিন বারের রানার্সআপ পাকিস্তান খেলবে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে বাংলাদেশই পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী, সঙ্গে আছে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। ১৬ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ জানুয়ারি।