দেশে অনিবন্ধিত কারখানা ২০ হাজার

0

লোকসমাজ ডেস্ক ॥ সরকারি ১৪০টিসহ দেশে মোট কারখানার সংখ্যা ৬৫ হাজার ৮৮২টি। এর মধ্যে ১৯ হাজার ৭২৭টির নিবন্ধন নেই। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে সরকারি কারখানাগুলোর মধ্যে গত ২০১৮-১৯ অর্থবছরে ৫৬টি পরিদর্শন করা হয়েছে। এছাড়া মোট বেসরকারি কারখানার সংখ্যা ৬৫ হাজার ৭৪২টি। এর মধ্যে নিবন্ধন রয়েছে ৪৬ হাজার ১৫টির, ১৯ হাজার ৭২৭টির নিবন্ধন নেই। গত অর্থবছরে ২৩ হাজার ১১৬টি পরিদর্শন করা হয়েছে। একই সময়ে ফলোআপ পরিদর্শন হয়েছে আট হাজার ১৬৯টি। চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত ২৫টি সরকারি ও ১১ হাজার ৬২১টি বেসরকারি কারখানা পরিদর্শন করা হয়। একই সময়ে তিন হাজার ১২৩টি ফলোআপ পরিদর্শন করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, ব্যক্তিমালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল কোন মন্ত্রণালয়ের আওতায় থাকবে তার সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ব্যক্তিমালিকানাধীন সড়ক পরিবহনে কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিযুক্ত পরিচয়পত্র দিতে বিভিন্ন মালিক সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে কলকারখানাগুলোকে দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ও তাদের মানবিক অধিকার নিশ্চিত করতে প্রচলিত শ্রম আইন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটি সদস্য কামরুল ইসলাম, ইসরাফিল আলম ও নজরুল ইসলাম চৌধুরী অংশ নেন।