বাগেরহাট ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

0

বাগেরহাট ও নড়াইল প্রতিনিধি॥ বাগেরহাট ও নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাত জন। রবিবার (২৯ ডিসেম্বর) ও শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে বাগেরহাট সদর ও কচুয়া এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার দিবাগত রাতে বাগেরহাট শহররক্ষা বাঁধের সুপারিবাজার এলাকায় কামরান হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছেন দুজন। নিহত কামরান হোসেন সদর উপজেলার গোটাপাড়া গ্রামের এশারাত হোসেনের ছেলে। তিনি বাগেরহাট শহরের সাধনার মোড়ে ক্রেজি জিম নামে একটি শারীরিক ব্যামায়াগারের পরিচালক ছিলেন। বাগেরহাট সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শেখ আসাদুজ্জামান এসব তথ্য জানান।
স্থানীয়রা জানান, রাতে কামরান হোসেন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শহররক্ষা বাঁধের ওপর ব্যবসায়ী তাপস সাহা পাইপ দিয়ে কৃত্রিম স্পিড ব্রেকার তৈরি করছিলেন। অন্ধকারে স্পিড ব্রেকার ঠিক না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খায় কামরান। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এসময় মোটরসাইকেলের ধাক্কায় স্পিড ব্রেকার তৈরির কাজের সঙ্গে সংশ্লিষ্ট দুই শ্রমিক আহত হন। এদিকে, রবিবার বিকাল ৫টার দিকে কচুয়া উপজেলার বিলকুল এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ যাত্রী। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদ সরদার এ তথ্য জানান। অপরদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা-মহাজন সড়কের দিঘলিয়া খালচর এলাকায় রবিবার দুপুরে মোটরসাইকেলে ইটবোঝাই ট্রলির ধাক্কায় নয়ন শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হন দুজন। আহতরা হলেন উপজেলার কুমড়ি গ্রামের মো. ওয়াদুদ শেখের ছেলে সাদিয়ার শেখ (১২) ও একই গ্রামের মো. মকলেছ শেখের ছেলে মিরাজুল শেখ (১৫)। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,লক্ষ্মীপাশা স্ট্যান্ড থেকে মোটরসাইকেলটি মহাজন যাচ্ছিল। দিঘলিয়া খালচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে এর ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে কুমড়ি গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে নয়ন শেখ নিহত হয়।