যশোর প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে তফসীডাঙ্গা ক্রীড়া সংস্থার জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের দ্বিতীয় পর্বের  বুধবারের (২ আগস্ট) খেলায় জয় পেয়েছে তফসীডাঙ্গা ক্রীড়া সংস্থা । যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফ্রেন্ডস ইউনিয়নকে ১৫-১৩ গোলে পরাজিত করে তারা। খেলায় বিজয়ী দলের পক্ষে রাতুল ১০টি, মিলন৪টি ও সাব্বির ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে আলম ও সুমন ৩টি করে,সাইদুর,সুজন ও রনি ২টি করে এবং জসিম উদ্দিন ১টি গোল করেন।