দস্যু বাহিনী প্রধান সিদ্দিকসহ তিন জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকা থেকে সোমবার ভোর রাতে দস্যু বাহিনীর প্রধান সিদ্দিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা র‌্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। গ্রেফতার সদস্যরা হলো, সিদ্দিক বাহিনীর প্রধান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মো. জুম্মন আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৩৪), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চী এলাকার মো. আকবর আলী তরফদারের ছেলে মো. আব্দুল্লাহ তরফদার (৩৩) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগরের আহম্মদ সরদারের ছেলে মো. মহিদুল ইসলাম (৪৫)।
র‌্যাব-৬ এর কোম্পানী কমাণ্ডার এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, দস্যু বাহিনীর প্রধান সিদ্দিক তার সহযোগীদের নিয়ে জেলে ও মাওয়ালী/বাওয়ালীদের অপহরণে এবং মাছ ধরার ট্রলার ও নৌকা ডাকাতির জন্য অবস্থান করছে বলে সংবাদ পান। এই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি চৌকস দল তার নেতৃত্বে কয়রা থানার মহেশ্বরীপুর এলাকায় অভিযান চালায়। রবিবার দিবাগত রাত আড়াটার দিকে দস্যুদের গ্রেফতার করা হয়। তিনি আরও ও বলেন, সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের প্রত্যেকের নামে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৩টি পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ, ২টি রাম দা, ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড ও নগদ পনের হাজার চারশ’ টাকা উদ্ধার করা হয়েছে।