ফের অনশনে পাটকল শ্রমিকরা

0

লোকসমাজ ডেস্ক ॥ বিভিন্ন মন্ত্রণালয় ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে তৃতীয় দফা আলোচনাও ব্যর্থ হওয়ায় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ফের আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা গতকাল দুপুর ২টায় থেকে চট্টগ্রামের ১০টি পাটকলের গেটের সামনে ওই কর্মসূচি শুরু করে শ্রমিকরা। এবারের অনশনকে মৃত্যুবরণের অনশন বলে আখ্যায়িত করেন চট্টগ্রামের আমিন জুট মিল সিবিএর দপ্তর সমপাদক কামাল উদ্দিন। তিনি বলেন, আলোচনা ব্যর্থ হয়েছে। এক মাসের সময় চাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের পক্ষে ওই সময় দেয়া সম্ভব নয়। শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ক্ষুব্ধ এ শ্রমিক নেতা বলেন, শ্রমিকদের এখন মাত্র একটিই চাওয়া, আর তা হলো মজুরি কমিশন বাস্তবায়ন। সেই দাবি পূরণ না হওয়ায় সবাই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হচ্ছেন।
আর কোন আশ্বাসে তাদের আন্দোলন স্থগিত হবে না। বারবার আলোচনার কথা বলে তাদের সময় নষ্ট করা হচ্ছে। দাবি মেনে না নিলে তারা মৃত্যুকেই বরণ করে নেবেন। এর আগে ১০ থেকে ১৪ই ডিসেম্বর তীব্র শীতে টানা চারদিনের অনশনে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এরপর দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন মন্ত্রণালয়। সে হিসেবে গত বৃহসপতিবার ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। তৃতীয় দফা এই বৈঠকে শ্রম প্রতিমন্ত্রীসহ পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে শ্রমিক নেতারা বলেছেন, মজুরি কমিশন বাস্তবায়নের ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী আরও এক মাস সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর আসলেই মজুরি কমিশন বাস্তবায়ন হবে কি না তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। শুধু সময়ক্ষেপণ করতে এক মাসের কথা বলা হচ্ছে।