পেট্রোল দিয়ে গাড়ির যন্ত্রাংশ পরিস্কারকালে দগ্ধ ৩

0

স্টাফ রিপোর্টার ॥ পেট্রোলের আগুনে যশোরের চাঁচড়ায় একটি ওয়ার্কশপের ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার শামসুর রহমানের পুত্র রনি (২৩), সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামের ইউনুস আলীর পুত্র বিল্লাল হোসেন (২৪) এবং আলমগীর হোসেনের পুত্র কাদের শহীদের ছেলে শিহাব (২২)।

বিল্লাল হোসেন পেশায় একজন চালক। অপর দুজন এভারগ্রিন ওয়ার্কশপের মেকানিক।

তারা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে এভারগ্রিন ওয়ার্কশপে পেট্রোল দিয়ে গাড়ির যন্ত্রাংশ পরিষ্কার করার সময় হঠাৎ আগুন ধরে যায়। আগুন তাদের পরনের পোশাকে লেগে যায়। এতে তারা তিনজন দগ্ধ হন। পরে সেখানে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।