কলারোয়ায় ক্রিকেট টুর্নামেন্টে ওয়েস্ট জোন দল চ্যাম্পিয়ন

0

কে. এম আনিছুর রহমান. কলারোয়া (সাতীরা) ॥ সাতীরার কলারোয়ায় ষষ্ঠ একাডেমি কাপ বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট জোন দল। রোববার কলারোয়া ক্রিকেট একাডেমির আয়োজনে সরকারি জিকেএকে পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা প্রতিপ সাউথ জোন দলকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সাউথ জোন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পে সর্বোচ্চ রান আসে শাকিলের ব্যাট থেকে। তিনি ৪৪ বলে ৫৮ রান করেন। একই দলের শুভ ৪৪ বলে দলের স্কোর বোর্ডে যোগ করেন ৪৯ রান। ওয়েস্ট জোনের বোলার রিমু ২১ রান দিয়ে ৩ উইকেট, সাগর ২৩ রান দিয়ে ২ উইকেট ও মৃত্যুঞ্জয় ৬ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। জবাবে ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট জোন মাত্র ৪টি উইকেট হারিয়ে জয়ের ল্েয পৌঁছে যায়। দলের পে সর্বোচ্চ রান আসে রিমুর ব্যাট থেকে। তিনি ২৯ বলে ৫৮ রান করেন। একই দলের ফাহিম ৩৪ ও রায়হান ২৫ রান করেন। সাউথ জোনের বোলার ফাহিম ২১ রান দিয়ে ২ ইউকেট, ওয়াসিম ১৩ রান দিয়ে ১টি ইউকেট পান। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাজু হালদার ও ফারুক হোসেন স্বপন। স্কোরারের দায়িত্বে ছিলেন নাজমুল হাসনাইন, সিয়াম ও রাজু। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, অধ্যাপক ভোলানাথ ও রুস্তম আলী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের আল শাহরিয়ার রিমু। ম্যান অব দ্যা সিরিজ হন রানার্স আপ দলের অমিয় হাসান তমাল। খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়। এদিকে, বিকেলে পুরষ্কার বিতরণী শেষে একই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় অনুর্ধ-১৯ যুব ক্রিকেট দলের অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে সংবর্ধনা প্রদান করে কলারোয়া ক্রিকেট একাডেমি। আসন্ন অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে আগামী ৪ জানুয়ারি দণি আফ্রিকা সফরে যাওয়ার আগে কলারোয়ার সন্তান মৃত্যুঞ্জয়কে সম্মাননা জানালো হলো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি মাধ্যমিক শিা অফিসার হারুনুর রশিদ, জাতীয় দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীর পিতা বিশিষ্ট শিাবিদ সিএম তাহাজ্জত চৌধুরী, ক্রীড়া সংগঠক প্রধান শিক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া নিউজের ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি, কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন, মাসুদ রানা প্রমুখ।