সিনেমা মাথায় ঢুকেছে রোনালদোর

0

লোকসমাজ ডেস্ক ॥ দুদিন আগে বলেছেন, অবসরের পর কোচ হওয়ার ইচ্ছের কথা। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে ভিন্ন কথা। বুট তুলে রাখার পর তাকে নাকি অভিনয়ে দেখা যেতে পারে! যদিও এখনই অবসরের সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে নেই পর্তুগিজ তারকার। শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে রোনালদো সাক্ষাৎকার শুরু করেছেন এভাবে, ‘কয়েক বছর আগেও তিরিশ-বত্রিশেই ফুটবল খেলার ইচ্ছে শেষ হয়ে যেত। কিন্তু এখন বছর চল্লিশের খেলোয়াড়ও মাঠে দেখতে পাবেন আপনারা।’ তারপর বলেছেন, ‘যেদিন আমার শরীর মাঠে সাড়া দিতে পারবে না, সেদিনই বুঝবো বিদায়ের সময় এসেছে। মাঠে আমার সাফল্যের প্রধান কারণ কঠোর পরিশ্রম আর জীবনযাপনের ধরন। মানসিক ও শারীরিক ক্ষমতা বাড়াতে নিরন্তর কাজ করে চলেছি।’
এরপরই জানিয়েছেন অভিনয়ের ইচ্ছের কথা, ‘আশা করি ৫০ বছরের বেশি বেঁচে থাকবো আর নতুন নতুন জিনিস শিখে চ্যালেঞ্জ জিততে পারবো। একটি বিষয়ে নিজেকে চ্যালেঞ্জ জানাতে চাই, আর তা হলো চলচ্চিত্রে অভিনয়।’ নতুন বিষয় শিখতে আর জানতে কোনও ক্লান্তি নেই তার, ‘আমি সবসময় নতুন জিনিস শেখার পরামর্শ দিই। এ ব্যাপারে আমার ভীষণ উৎসাহ। সবসময় শিক্ষিত করে তোলার চেষ্টা করি নিজেকে। কারণ আমার মনে অনেক অনেক প্রশ্ন আসে। তাই ফুটবল থেকে অবসরের পর পড়াশোনা করার ইচ্ছেও আছে।’ রোনালদোর জীবনধারার প্রশংসা করেন অনেকে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘লাইফ স্টাইল’ নিয়ে আলোচনা লেগেই থাকে। পাঁচটি ব্যালন ডি’অরজয়ী এ নিয়ে একটা উপদেশও দিয়েছেন, ‘আমাদের জীবন ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। ইচ্ছে করলেই যেকোনও কিছু আপনি খেতে পারেন। তবে শরীরচর্চাও করতে হবে আপনাকে। অবশ্য শরীরের জন্য ক্ষতিকর খাবার না খাওয়াই ভালো। নিজের শরীরকে শতভাগ চিনি। তাই সবসময় শরীরের পক্ষে উপযোগী ডায়েট নিই। প্রত্যেকেই হয়তো আমার জীবনযাপনের ধরনটা সম্পর্কে জানে। আমার জীবনটা ফুটবলে নিবেদিত।’ রোনালদোর চোখে তার সাফল্যের কারণ, ‘আমার সব অর্জন আর শিরোপার পেছনে প্রধান কারণ ফুটবলের প্রতি ভালোবাসা। আমার সাফল্যে কোনও বিশেষ অলৌকিক ঘটনা বা রহস্য নেই। ৩৪ বছর বয়সেও অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের জোরে ফিটনেস ধরে রেখেছি।’