দুর্দান্ত ব্যাটিংয়েও কুমিল্লাকে জেতাতে পারেননি সৌম্য

0

লোকসমাজ ডেস্ক ॥ চার দিনের ব্যবধানে বঙ্গবন্ধু বিপিএলে আবারও কুমিল্লা ওয়ারিয়র্সকে হারালো রাজশাহী রয়্যালস। শোয়েব মালিক ও আন্দ্রে রাসেলের ঝড়ই তাদের ১৫ রানে জয়ের মূল অনুঘটক। গত মঙ্গলবার এই দলকেই ৭ উইকেটে হারিয়েছিল রাজশাহী। মিরপুরে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কুমিল্লা। যদিও এই সিদ্ধান্ত গেছে রাজশাহীর পক্ষে। ৪ উইকেটে ১৯০ রান করে তারা। জবাবে চারে নেমে সৌম্য সরকার আক্রমণাত্মক ব্যাটিং করেও ঝিমিয়ে পড়া কুমিল্লার রানের গতিটা তুলতে পারেননি। ৪ উইকেটে ১৭৫ রান পর্যন্ত যেতে পারে তারা। লিটন দাস ও আফিফ হোসেনের ৫৬ রানের জুটিতে শুরুটা দারুণ করে রাজশাহী। দুই ওপেনারের মধ্যে আফিফই ভালো করেছেন। কুমিল্লার বিপক্ষে আগের যুগ্মভাবে ম্যাচসেরা খেলোয়াড় ৩০ বলে ৪৩ রান করেন ৬ চার ও ১ ছয়ে। ১৯ বলে ২৪ রানে কুমিল্লার প্রথম শিকার হন লিটন।
রবি বোপারা (১০) ব্যর্থ হলেও মালিকের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন রাসেল। ২১ বলে ৪টি ছয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন রাজশাহীর অধিনায়ক। ৩৫ বলে হাফসেঞ্চুরি করা মালিক ইনিংসের শেষ বলে রান আউট হন, পাকিস্তানি ব্যাটসম্যান ৩৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন। কুমিল্লার পক্ষে একটি করে উইকেট নেন মুজিব-উর-রহমান, সানজামুল ইসলাম ও সৌম্য। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও অধিনায়ক ডেভিড মালান (৩) এ দিন ছিলেন নিষ্প্রভ। সৌম্য ৩৬ বলে ৩ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি করেন, কিন্তু ম্যাচ জেতাতে পারেননি। ৪৮ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। রাসেল, মোহাম্মদ ইরফান ও ফরহাদ রেজার মতোই একটি উইকেট নেন মালিক। মালানের ক্যাচও নেন তিনি। তাতে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানি তারকা। এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রাজশাহী। দুই ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (১২)।