নির্বাচনী নিরাপত্তায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৪টি সংসদীয় আসনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোট ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গত ১১ ডিসেম্বর ২০২৫-এ নির্বাচনের তফসিল ঘোষণার পরই বেইজ ক্যাম্প ও ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে বিজিবি মোতায়েন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এই সময়ে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে গত বছরের চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের সাফল্যও তুলে ধরে তিনি বলেন, ৩৩ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৭৯০ টাকা মূল্যের পণ্য জব্দ এবং ১৯ জন আসামিকে গ্রেপ্তার। (জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫.৭৪৭৫ কেজি স্বর্ণ, ২৮ কেজি রৌপ্য ও আগ্নেয়াস্ত্র)।৩ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৮৪৭ টাকা মূল্যের মাদক (মদ, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা) উদ্ধার এবং ২৩ জনকে গ্রেপ্তার।

লে. কর্নেল নাজমুল হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সংবিধান ও আইনের আলোকে জনগণের আস্থা রক্ষায় বিজিবি বদ্ধপরিকর।