ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে: মিজানুর রহমান খান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।’

যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পক্ষে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। সোমবার বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাহাবাজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরও বলেন, আমরা কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত যশোর চাই। বিগত দিনে যশোরে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজদের দৌরাত্ম্যে আমাদের মতো সাধারণ মানুষ অনিরাপদ ছিল। অনিন্দ্য ইসলাম অমিতের পিতা তরিকুল ইসলাম আমাদেরকে নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন। আমি বিশ্বাস করি আগামী দিনে অনিন্দ্য ইসলাম অমিত পিতার রেখে যাওয়া স্থানে যশোরকে নিয়ে যাবেন।

মিজানুর রহমান খান আরও বলেন, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ খুব বেশি দূরে নয়, কারও নির্দেশের অপেক্ষায় না থেকে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।’

হৈবতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম ও আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, শামসুজ্জামান, মহিলা দলের আহ্বায়ক রোকেয়া বেগম ও সদস্য সচিব নাজমা বেগম, ২নং ওয়ার্ডের শাহাবাজপুরে সাধারণ সম্পাদক খায়রুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রিন্টু খন্দকার প্রমুখ।