যশোর-৪ আসনে ধানের শীষের পক্ষে দল একাট্টা

0

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৪ (অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলের সবাই এক হয়ে কাজ করছেন।

সোমবার কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুব ধানের শীষ প্রতীকে ভোট দিতে ফারাজী মতিয়ার রহমানের পক্ষে গণসংযোগ শুরু করেছেন।

বর্তমানে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী যশোর জেলা আমির মো. গোলাম রসুল, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) প্রার্থী সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আশেক এলাহী, জাতীয় পার্টি (কাদের) জহুরুল হক, স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব গত ২৩ জানুয়ারি তিনি মতিয়ার রহমান ফারাজীকে মিষ্টিমুখ করিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। এর আগে গত ২১ জানুয়ারি জেলার শীর্ষ নেতারা দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়া নেতাদের নওয়াপাড়া ইনস্টিটিউটে ডেকে বৈঠক করে বিভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান। এখন দলীয় নেতাকর্মীরা সবাই একাট্টা বলে দাবি নেতাদের।