শার্শায় বিএনপির উঠান বৈঠক

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বাংলাদেশ যখই কোন না কোন ক্রান্তিলগ্নে পড়েছে তখনই জিয়া পরিবার মানুষের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে।

বিএনপি ধান্দাবাজের দল নয়, বিএনপি বাকশালের চরিত্রের দল নয়, বিএনপি ধর্ম বিক্রির দল নয়, বিএনপি চেতনা বিক্রির দল নয়, বিএনপি হলো দেশ গড়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল।

রোববার বিকেলে শার্শা উপজেলার গোগা দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে গোগা ইউনিয়ন বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লিফলেট বিতরণ শেষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গোগা ইউনিয়ন বিএনপি সহসভাপতি সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।