দ্বিতীয় জানাজা শেষে আজাদুল কবির আরজুর মরদেহ মেডিকেল কলেজে হস্তান্তর

0

স্টাফ রিপোর্টার ॥ জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আজাদুল কবির আরজুর মরদেহ গবেষণার কাজের জন্য যশোর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দ্বিতীয় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী এ মরদেহ হস্তান্তর করা হয়।

সকাল ১০টার দিকে যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শরিফুল আলমের নিকট মরদেহটি হস্তান্তর করেন মরহুমের স্ত্রী মেরিনা আক্তার, কন্যা নিবেদিতা নার্গিস, ভাই মো. মোস্তফা কামাল ও মো. হারুন অর রশিদ। এ সময় জাগরণী চক্র ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন আজাদুল কবির আরজু। ওইদিন বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বস্তরের মানুষ ও রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ তাকে শেষ বিদায় জানান।

এদিকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে এক শোকবার্তা প্রদান করা হয়েছে। জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত ওই বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ সোমবার বাদ আসর জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবার ও সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এই মাহফিলে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।