ভারত থেকে আমদানি হলো ১২৫ টন বিস্ফোরকদ্রব্য

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ ভারত থেকে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরকদ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকে ওই বিস্ফোরকদ্রব্য বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বেনাপোল স্থলবন্দর সূত্র জানায়, বিস্ফোরকদ্রব্য বহনকারী ট্রাকগুলো বন্দরে প্রবেশের পরপরই নির্দিষ্ট ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়। আমদানিকৃত বিস্ফোরক চালানটি এনেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।

অপরদিকে রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড (১৯৪/১৯৬ শ্রীপুরা, ইন্ডিয়া)। সংশ্লিষ্ট কাগজপত্র অনুযায়ী চালানটির এলসি নম্বর ০০১২২৫০১০১২০ (তারিখ: ১৫ অক্টোবর ২০২৫) এবং কমার্শিয়াল ইনভয়েস নম্বর এসএসএসসিপিএল/এক্সপোর্ট/০০৪।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন বিস্ফোরকদ্রব্য আমদানি করা হয়েছে।

বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।