ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার: বিএনপি

0
রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ ও ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছে বিএনপি। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন এই অবস্থান স্পষ্ট করেন।

সম্প্রতি কুমিল্লার এক জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন যে, ভারতের একটি পত্রিকায় বিএনপির সঙ্গে তিনটি শর্তে চুক্তির খবর এসেছে। এর জবাবে মাহদী আমীন বলেন, “এই দাবির পক্ষে কোনো ন্যূনতম প্রমাণ নেই। এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল। ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো সংশ্লিষ্ট নেতার অজ্ঞতাও হতে পারে।” তিনি জোর দিয়ে বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করাই বিএনপির রাজনৈতিক ঐতিহ্য এবং তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশের জাতীয় স্বার্থই প্রাধান্য পাবে।

সংবাদ সম্মেলনে মাহদী আমীন নাগরিকদের সুবিধার্থে একটি ‘ইলেকশন হটলাইন’ (১৬৫৪৩) এবং হোয়াটসঅ্যাপ নম্বর (০১৮০৬৯৭৭৫৭৭) চালুর করা হয়েছে বলে জানান। এছাড়া, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ দেওয়ার নামে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি। তিনি স্পষ্ট করেন, বিএনপি ক্ষমতায় এলে এসব কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে বিতরণ করা হবে।