সকালে মহাসড়কে বিকট শব্দ: সিলিন্ডারের স্তূপে আটকা পড়ল ঢাকা-চট্টগ্রাম রুট

0
মিরসরাইয়ের নিজামপুর বাজারে দুর্ঘটনাকবলিত গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক; মহাসড়কের চারদিকে ছড়িয়ে আছে সিলিন্ডার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর বাজার এলাকায় সোমবার সকালে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামমুখী লেনে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গেলে শতাধিক গ্যাস সিলিন্ডার মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ে এবং চারদিকে গড়াগড়ি খেতে থাকে।

দুর্ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে, সড়ক বিভাজকের ওপর অজ্ঞাত ওই ব্যক্তির লাশ থেঁতলে যাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ভ্যানচালক মো. সালাউদ্দিন জানান, বিকট শব্দ শুনে তারা গিয়ে দেখেন ট্রাকটি দুমড়েমুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার সুযোগ নিয়ে কিছু অসাধু লোক সিলিন্ডার চুরির চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানে তা সম্ভব হয়নি।

এদিকে এই দুর্ঘটনার ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। নিজামপুর বাজার থেকে বড়তাকিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকল্প রাস্তা দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন জানান, হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের পাওয়া যায়নি।