বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে রাজি না আয়ারল্যান্ড!

0
গ্রুপ বদলাতে রাজি নয় আয়ারল্যান্ড; বিশ্বকাপের ভেন্যু জট কাটাতে হিমশিম আইসিসি ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু জটিলতা নিরসনে আইসিসি ও বিসিবির মধ্যকার হাইভোল্টেজ বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ভারতের ভেন্যুতে খেলতে বাংলাদেশের আপত্তির প্রেক্ষিতে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের একটি বিকল্প প্রস্তাব আলোচনায় এলেও তাতে বাদ সেধেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুরে বিসিবি কার্যালয়ে আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সাথে বৈঠকে বসে বিসিবি কর্তৃপক্ষ। বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। বিসিবি জানায়, লজিস্টিক ঝামেলা এড়াতে বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে (শ্রীলঙ্কায়) সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, তারা তাদের পূর্বনির্ধারিত গ্রুপ ও ভেন্যু পরিবর্তন করবে না।

ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানান, আইসিসি তাদের নিশ্চিত করেছে যে মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না এবং তারা শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। এর ফলে ভারতের মাটিতে খেলতে নারাজ বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন কোন পথে এগোবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়। বিসিবি বর্তমানে সরকার ও আইসিসির সাথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।